স্টাফ করেস্পন্ডেন্টঃ
চাটখিল উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সাইফুল ইসলাম বিএসসির গোপন ক্যমেরায় ধারণকৃত ওই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই ঘটনার প্রতিবাদে এবং এই লম্পট শিক্ষকের বিচার দাবিতে রোববার সকাল থেকেই ওই স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে গোটা স্কুল ক্যাম্পাস। এক পর্যায়ে প্রতিবাদকারী শিক্ষার্থীরা লম্পট শিক্ষক সাইফুল ইসলাম বিএসসি কে পার্শ্ববর্তী ডোবায় পেলে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে যায়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম বিএসসিকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর
আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.