স্টাফ করেস্পন্ডেন্টঃ
নোয়াখালীর চাটখিলে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে (মুদি দোকান)আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে নিঃস্ব করে দেওয়ার ঘটনায় দায়ী আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে চাটখিলের ভীমপুরের এলাকাবাসীরা।
শুক্রবার সকালে চাটখিল বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগি নুরুল আলম বলেন, আবুল কালাম খোকা দেওয়ানবাগী নামের এক লোকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে আগুন দেয়। এতে তার ব্যবসা প্রতিষ্ঠান পুরো পুড়ে যায় এবং এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েই শান্ত হয় নি, তারা তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান।
তারা অভিযোগ করে বলেন, এই নিয়ে চাটখিল থানায় অভিযোগ করার পরও তারা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.