স্টাফ করেসপন্ডেন্ট ঃ
চাটখিল উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে হাটবাজারে প্রজেক্টর এর মাধ্যমে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবল।
উপজেলার সোনা চাকা বাজারে ফ্রেন্ডস ওয়াইফাই এর সৌজন্যে দেখানো হচ্ছে সু বিশাল পর্দায় বিশ্বকাপ ফুটবল। প্রতিদিন শত শত ফুটবল অনুরাগি এখানে উপভোগ করছেন উত্তেজনাময় ফুটবল ম্যাচ।
দর্শকরা বলছেন, এখানে বসেই তারা পাচ্ছেন গ্যালারিতে বসে খেলা দেখার আনন্দ।
তারা ফ্রেন্ডস ওয়াইফাই এর এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, বিশাল পর্দায় ঝকঝকে এমন উত্তেজনাময় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন সত্যিই চমৎকার।
ফ্রেন্ডস ওয়াইফাই এর পরিচালক শাহিন ভুইয়া জানান, সুদূর ইটালি থেকে আনা ফোর কে হাই ডেফিনেশন প্রজেক্টর এর মাধ্যমে আমরা বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করেছি।
প্রতিদিন দর্শকদের আনন্দে আমরাও আনন্দিত হচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.