স্টাফ করেসপন্ডেন্ট ঃ
নোয়াখালীর চাটখিলের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপিঠ চাটখিল কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি ফয়সাল মাহমুদ এর বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কমিটির সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূইয়া।
তার চাটখিল বাজারস্ত ভূঁইয়া কলোনির বাসায় বৃহস্পতিবার বিকেলে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,মাদ্রাসা পরিচালনা কমিটির প্রথম বৈঠকে সভাপতি ও সদস্য সচিবের যৌথ সাক্ষরে মাদ্রাসার সকল অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হবে। কিন্তু বৈঠকের পর গোপনে সভাপতি ফয়সাল মাহমুদ ও অভিভাবক সদস্য কামাল হোসেন অনৈতিক ও অবৈধভাবে অধ্যক্ষ কে চাপ প্রয়োগ করে রেজুলেশনে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনায় কামাল হোসেনের নাম অন্তর্ভুক্ত করেন এবং ধারাতেও পরিবর্তন আনেন। এতে মেহেদী হাসান রুবেল ভূঁইয়া সহ পরিচালনা পর্ষদের অন্য সকল কর্মকর্তারা ক্ষুব্ধ হন। তারা মনে করছেন মাদ্রাসার অর্থকে লোপাট করার হীনমানসিকতায় এই ধারা এবং নতুন নামের সংযোজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতি ফয়সাল মাহমুদের অপসারণ দাবি ও কামাল হোসেনকে পরিচালনা কমিটি থেকে বহিষ্কারের দাবী করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন, মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2023 priyonoakhali.com. All rights reserved.