স্টাফ করসপন্ডেন্ট ঃ
নোয়াখালীর চাটখিলে নরমাল ডেলিভারি হসপিটাল প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে অপ চিকিৎসার মাধ্যমে নবজাতককে হত্যার অভিযোগ করে চাটখিল সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেছে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূর রিমা বেগমে (২২)এর স্বামী মোঃ শাহনেওয়াজ।
শনিবার দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শানেওয়াজ জানান, গত ১৮ নভেম্বর সকালে তার অন্তসত্ত্বা স্ত্রীকে ডেলিভারির জন্য চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি করান তিনি। কিন্তু সে হসপিটালের চিকিৎসকরা চিকিৎসার নামে তার স্ত্রীর শরিরে অপ চিকিৎসা চালায়। এতে তার স্ত্রীর গর্ভে থাকা ছেলে সন্তানের মৃত্যু হয়। তারা এই ঘটনায় নরমাল ডেলিভারি হাসপাতালের অদক্ষ নার্স এবং তাদের ভুল চিকিৎসাকে দায়ী করেন।
শাহনেওয়াজ আরো জানান, এই ঘটনায় তিনি চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নোয়াখালী সিভিল সার্জন বরাবর প্রমান সহ অভিযোগ দায়ের করেছেন।
তিনি এই ঘটনায় নরমাল ডেলিভারি হাসপাতালে ডাক্তার সহ সংশ্লিষ্ট দের উপযুক্ত শাস্তি দাবি করেন।
এদিকে নরমাল ডেলিভারি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট বেলায়েত হোসেন এই অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করে বলেন, অহেতুক সিজারের মতো অপকর্মকে রূখতে আমাদের নরমাল ডেলিভারি হসপিটালের ভূমিকাতে প্রশ্নবিদ্ধ করতে কতিপয় লোকজন এসব অপকর্ম চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.