স্টাফ করেসপন্ডেন্ট ঃ
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় "হ্যালো চাটখিল" অ্যাপসটি প্রথম স্থান অর্জন করেছে।
পুরো জেলাতে হ্যালো চাটখিল অ্যাপস শ্রেষ্ঠ স্থান অর্জন করায় প্রশংসায় ভাসছেন এই অ্যাপস তৈরি করার মূল উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া ও মেধাবী স্বেচ্ছাসেবী তরুণ ওমর ফারুক ও তার দুই সহযোগী ইলিয়াস কাঞ্চন এবং আবিদ রহমান।
জানা যায়,চাটখিল উপজেলা উপজেলা নির্বাহি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে 'হ্যালো চাটখিল' নামক অ্যাপসটি তৈরি করে এই স্বেচ্ছাসেবীরা।
ওমর ফারুক জানান, অ্যাপসটিতে চাটখিলের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে নিবন্ধিত করা হয়।আর এই অ্যাপস ব্যবহারকারীরা এই একটা অ্যাপস থেকে সকল সেবা নিতে পারবেন।
যেগুলি হচ্ছে, রক্তদান, রক্তদাতার সন্ধান, অক্সিজেন, নেবুলাইজার, ছাড়াও থানা, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহ জাতীয় জরুরী টেলিফোন নাম্বার সমূহ।
সদ্য সমাপ্ত চাটখিল উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায়ও 'হ্যালো চাটখিল' প্রথম স্থান অর্জন করেছিল। নোয়াখালীতে দু'দিন ব্যাপি এই মেলায় আবারো সবাইকে চমকে দিয়ে 'হ্যালো চাটখিল' তাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে ব্যপক প্রশংসায় ভাসছে।
'হ্যালো চাটখিল' অ্যাপস এর প্রতিষ্ঠাতা ওমর ফারুক জানান, একটা মহৎ উদ্দেশ্যে নিয়ে এই অ্যাপস এর কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে এবং যে সকল যোদ্ধাগণ এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন এই বিজয় তাদের সকলের, এই বিজয় আমাদের চাটখিলের, এই বিজয় সকল স্বেচ্ছাসেবীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া জানান, আমাদের তরুণ প্রজন্ম 'হ্যালো চাটখিল' অ্যাপস এর মত নতুন নতুন উদ্যোগ নিয়ে সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন, মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.