স্টাফ করেস্পন্ডেন্টঃ
চাটখিলে আসন্ন মাহে রমজানে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখা ও মানসম্মত ইফতার তথা খাবার সরবরাহ রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়,চাটখিল পৌরসভার কাউন্সিলর নান্টু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার,মুফতি আবুল কালাম আযাদ,বিজয় বাবু,মোঃ নোমান, প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, খাদ্যে কোন ক্ষতিকর কৃত্তিম রঙ মেশাবেন না,কোন কিছুর দামই কেনা দাম থেকে অস্বাভাবিকভাবে বেশি রাখা যাবে না। ব্যাবসা প্রতিষ্ঠানে পন্যের দাম লিখে টাঙিয়ে রাখতে হবে।
তিনি মতবিনিময় সভায় অনেক ব্যবসায়ীর অনুপুস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এই মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.