প্রিয় নোয়াখালী ডেস্কঃ
"ফিরে এসো" কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন চাটখিলের সন্তান হাসান মুসান্না মিশু। পেশাগত জীবনে ব্যাংকার হলেও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন মিশু।
শুভাকাঙ্ক্ষীদের প্রেরণা তাঁকে বইটি প্রকাশে আগ্রহী করে তোলে বলে জানান তিনি।
"ফিরে এসো" কাব্যগ্রন্থে - প্রেম, প্রকৃতি, প্রেরণা, চিরন্তন, আলোর পথে, মমতাময়ী, স্মৃতিচারণ ও সমসাময়িক পর্বে সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতা - রবের নামে, ভাগ্যে বিশ্বাস, ফিরে এসো, হাল ছেড়োনা বন্ধু, সোনালী সময়, তুমি নেই বলে, চরিত্রহীন, ডেকেছিলাম সন্ধ্যায়, হারিয়ে গেলে বুঝবে, কেন চলে গেলে, ভাষার গান, যে হাসি বানিজ্যিক।
বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান চিত্রকর ধ্রুব এষ। শৌখিন শপ এর পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশ করেছে পাললিক সৌরভ।
বইটি পেতে ফেসবুক পেইজ "ফিরে এসো" বা "শৌখিন" এর ইনবক্সে অথবা সরাসরি ০১৮৪৯-২৭২২২২ এ যোগাযোগ করতে পারেন বলে জানালেন প্রকাশক সংস্থা।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.