স্টাফ করেসপন্ডেন্ট ঃ
নোয়াখালীর চাটখিলে আদালতের রায়ে পাওয়া সম্পত্তি দখলের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জাফর উল্যাহ নামক এক অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী।
তিনি বুধবার তার নিজ বাড়ি উপজেলার নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল গ্রামের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৩০ বছর মামলার পর জাফর উল্যাহ ২০২১ সালে খিতিস চন্দ্র মালাদাদের থেকে ৩ একর ৪৬ শতাংস সম্পত্তি আদালতের মাধম্যমে ফিরে পান। তিনি আদালতের মাধ্যমে বুঝে পাওয়া সম্পত্তি নিজ দখলে নিয়ে চাষাবাদের কাজও করেন। কিন্তু সম্প্রতি তার নিজ এলাকার দেলোয়ার হোসেন ও তার সজনরা জোর পূর্বক ১৫ শতাংশ জমিন দখল করে নেয়।
এছাড়া দখলকারীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের নানান ভাবে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
জাফর উল্যাহ তার জমিন দখল মুক্ত করতে ও দখল কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাদের পরিবারের নিরাপত্তায় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
এই সময় তার কন্যা জাফরিন খান জিনিয়া সহ তার সজনরা এবং এলাকার বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.