প্রিয় নোয়াখালী ডেস্ক:
চাটখিলের সন্তান হাসান মুসান্না মিশু রচিত কব্যগ্রন্থ 'ফিরে এসো' পাওয়া যাবে এবারের অমর একুশের বই মেলাতে। জানিয়েছে মুসান্না মিশু নিজেই।
এক ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী শুরু হওয়া ২০২৪ এর বইমেলায় পাললিক সৌরভের ১৭৭ নং স্টলে বইটি পাওয়া যাবে বলে তথ্যটি নিশ্চিত করেছেন বইটির রচয়িতা।
হাসান মুসান্না মিশু চাটখিল উপজেলার বানসা গ্রামের সন্তান।
পেশায় তিনি একজন ব্যংক কর্মকর্তা। এছাড়া তিনি দেশের শির্ষস্থানীয় সংবাদ পত্রে নিয়মিত ফিচার লিখে থাকেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.