নিজাম উদ্দিন স্বরণ,ঢাকা থেকে :
নোয়াখালীর চাটখিলে সাবেক ইউপি মেম্বারের ঘুষিতে এক বৃদ্ধের চোখ নষ্টের উপক্রম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
অভিযুক্ত মো: হোসেন
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার বাদুলী গ্রামের বৃদ্ধ আবুল বাশার (৭০) দীর্ঘদিন বিদেশ থাকায় এবং তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় তাদের পৈত্রিক সম্পত্তিগুলো অনেকটাই বেদখল হয়ে যায়। গত বিশ ফেব্রুয়ারি তিনি নোয়াখালীতে অবস্থানকালে দেখতে পান যে তার জমিনের গাছ তার ভাতিজা সোহেল এবং তাদের একেই বাড়ির খিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ হোসেন সহ কেটে নিয়ে যেতে। এ সময় তিনি বাধা দিলে মোঃ হোসেন তার উপর আক্রমণ করে। এবং একপর্যায়ে মোহাম্মদ হোসেন বৃদ্ধ আবুল বাশারের চোখে জোরে ঘুসি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত বৃদ্ধ আবুল বাশার কে তার পরিবার নোয়াখালীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে আসেন।
আবুল বাশারের ছেলে ঢাকার ব্যবসায়ী শাহজাহান গণমাধ্যমকে বলেন, তার বাবা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ওই চোখটাতে দেখতে পাচ্ছেন না। চিকিৎসকরা বলেছেন তার বাবার চোখটা চিরতরে অন্ধ হয়েও যেতে পারে।
শাহজাহান এবং তাদের পরিবার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ হোসেনের বিরুদ্ধে এই ঘটনা ছাড়াও নানান ধরনের অভিযোগ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.