প্রিয় নোয়াখালী ডেস্ক;
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এমএসসি গনিত ভর্তি পরীক্ষায় অত্যান্ত কৃতিত্বের সাথে প্রথম হয়েছেন চাটখিলের কৃতি সন্তান সালেহা বেগম আয়মন।
সালেহা বেগম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর রাজার বাড়ির সোলায়মান ভুলু ও হোসনেয়ারা দম্পতি একমাত্র কন্যা।
তিনি গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এমএসসি ভর্তি পরীক্ষা (গনিত) কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেন।
সালেহা বেগম উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২০১৬- এ, এইচএসসি পরীক্ষায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফলিত গণিত) ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সাথে ৩.৯৩ (ফার্স্ট ক্লাস ফার্স্ট) অর্জন করেন। সর্বশেষ, এমএসসি বুয়েট থেকে ডিপার্টমেন্ট (গণিত) এমএসসি ভর্তি পরীক্ষাতে ফার্স্ট হয়েছেন।
এর আগে সালেহা বেগম চট্টগ্রাম ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ সেরা ১০ নির্বাচিত হন।
সালেহা বেগম আয়মন জানান, তিনি ভবিষ্যতে গনিত বিষয়ে গবেষণা করতে চান এবং দেশ ও জাতীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে চান।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.