স্টাফ করেসপন্ডেন্ট : নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ - সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা চলে যাওয়ার পর আশপাশের এলাকার বাসিন্দা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এসে আগুন নেভায়। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে বিভিন্ন এলাকার দিক থেকে ৪০-৫০টি মোটরসাইকেলে করে মুখে মুখোশ পরে দুর্বৃত্তরা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ - সভাপতি গ্রামের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে তিনটি পাকা ভবনের সব কয়টিতে কক্ষে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা এ সময় বাড়ির আঙিনায় থাকা একটি গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি দেখে ভয় ও আতঙ্কে বাড়ির লোকজন পালিয়ে যান।
এ বিষয়ে সাবেক সহ - সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম জানান, আমাকে আমার বাড়ির লোকজন ফোন করে বলেন অতর্কিত ভাবে ৪০-৫০ টি মোটরসাইকেল করে দূর্বৃত্তরা মুখে মুখোশ পরে এসে এ হামলা চালায়। প্রাণনাশের ভয় ও আতঙ্কে লোকজন পালিয়ে যায়। পরে তারা আমার বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়। এলাকার আশপাশ থেকে লোকজন এসে আগুন নেভায়।
এলাকার লোকজন বলেন, হঠাৎ মুখোশ পরা ৪০-৫০ টি মোটরসাইকেল করে এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটিয়েছে। কারা ঘটিয়েছে এ বিষয় জানতে চাইলে, তারা বলে কে বা কারা ঘটিয়েছে আমরা আসলে তাদেরকে চিনি না এরা বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে চাটখিল থানা অফিসার ইনচার্জ এমদাদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। তবে সবাই মুখোশ পরায় কে বা কারা করেছে তা এ মুহূর্তে জানা যায় নি।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.