প্রিয় নোয়াখালী ডেস্ক:
চাটখিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কেজি ওয়ান শ্রেণি থেকে কায়েস আফসারী আদিল ট্যালেন্ট ফুলে বৃত্তি লাভ করেছে। সে খিলপাড়া আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিলের হাতে আনুষ্ঠানিকভাবে আবৃত্তির সনদপত্র এবং বৃত্তি পাওয়ার সম্মানি তুলে দেন।
সায়েম আফসারী আদিল চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী গ্রামের ইউএসএ প্রবাসী মালেক আফসারী ও আয়েশা আক্তার রুম্পার ২ সন্তানের মধ্যে বড় সন্তান।
তার মা রূম্পা জানান,, আদিল বড় হয়ে মানুষের মত মানুষ হবে এটাই একমাত্র প্রত্যাশা তার এবং তার স্বামী মালেক আফসারীর।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.