প্রিয় নোয়াখালী ডেস্ক:
কাতার-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাতারের দোহা নাজমায় স্থানীয় রেস্টুরেন্ট রয়েল আকসা রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে ১৪ জন সাংবাদিক এই ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫-২৬ নির্বাচনে একাত্তর টিভির প্রতিনিধি গোলাম মাওলা হাজারি সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা এবং প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। ১৬ সদস্যের কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি আকবর হোসেন বাচ্চু (বাংলা টিভি, সহসভাপতি আমিন বেপারি (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব (এস এ টিভি), কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম (গ্লোবাল টিভি), কার্যনির্বাহী সদস্য ই এম আকাশ (টিবিএন২৪ টিভি), কার্যনির্বাহী সদস্য ইউসুফ পাটোয়ারী লিংকন (মোহনা টিভি) এছাড়া পর্যবেক্ষণ সদস্যরা হলেন মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাগ আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, মো: ইসমাইল খান, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসাইন, মাহবুবর রহমান বাবু সহ বিদেশি সাংবাদিকেরা ও উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি
ই এম আকাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর পরিচালনায়
শুভেচ্ছা বক্তব্য রাখেন আগত কমিউনিটি নেতারা ৷
এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, কাতার বাংলা প্রেসক্লাবের এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন কিভাবে স্বচ্ছ কমিটি করা যায়, এ সময় রাষ্ট্রদূত সকল বিজয়ী সাংবাদিকদের কে
বাংলাদেশ দূতাবাস দোহা কাতারের পক্ষ থেকে অভিনন্দন জানান, কাতার বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা কাতারের
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায়
সংগঠনের সকল সাংবাদিকদের কে ধন্যবাদ জানান৷
আগত কমিউনিটি নেতারা বলেন,কাতারে এই প্রথম আমরা দেখেছি কোন সংগঠন নির্বাচন করার মাধ্যমে প্রতিনিধিত্ব নির্বাচন করেছেন ৷
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.