শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় দর্শন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন। এর আগে সকালে দর্শন এলামনাই এসোসিয়েশনের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার দর্শন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মতলুবর রহমান রাসেল একই বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমান পূবালী ব্যাংকে কর্মরত আছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি বিভাগের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই দর্শন বিভাগকে নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। আশাকরি সেই পরিকল্পনা আমি এখন বাস্তবায়ন করতে পারবো। এজন্য আমি সকলের সহযোগিতা প্রত্যাশী।
সাধারণ সম্পাদক মতলুবর রহমান রাসেল বলেন, অনেকেই মনে করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে পিছিয়ে। কিন্তু আমরা এই ধারণা ভুল প্রমাণিত করতে চাই। আমরা এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনীর হোসেন তালুকদার, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার জয় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.