প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৫:৫০ পি.এম
চাটখিলে হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মল্লিকা মাদ্রাসায় জার্সি প্রদান

- স্টাফ করেসপন্ডেন্ট :
-
চাটখিলের ঐতিহ্যবাহী মল্লিকার দিঘির পাড় ফাজিল মাদ্রাসার গভনিং বডির মিটিং শুক্রবার অনুষ্ঠিত হয়।

- উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন গভনিং বডির সভাপতি মহিন উদ্দিন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ,বিদ্যোৎসাহী সদস্য কাউছার হামিদ, গাজী মেজবাহ উদ্দিন অভিভাবক সদস্য মাওলানা খোরশেদ আলম,মমিনুল ইসলাম মনু,দাতা সদস্য সিরাজুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি বৃন্দ।উক্ত মিটিং শেষে মাদ্রাসার খেলা ধুলার জন্যে হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য কাউছার হামিদ তুহিন এক সেট জার্সি মাদ্রাসার প্রিন্সিপাল এবং গভনিং বডির সভাপতির হাতে তুলে দেন।
মল্লিকা দিঘীরপাঠ সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি ও মাদ্রাসার প্রিন্সিপাল সহ সকলে হক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১,
ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.