
অভিযোগ থেকে আরো জানা যায়, মাদ্রাসায় আসা-যাওয়ার সময় রাস্তা-ঘাটে শিষ দিয়া, নানা অশ্লীল, করুচীপূর্ন ভাষায় কথাবার্তা বলা ও নানা অশ্লীল অঙ্গ-ভঙ্গি করে উত্যক্ত করা। উক্ত বখাটে কর্মকান্ডের কারনে বাড়ীতে জিম্মি অবস্থায় আছে ওই কিশোরীর পরিবার। বিশেষ করে ১নং ও ০২নং (আদর ও আলী) আসামী এই কিশোরীকে নানা আজে-বাজে প্রস্তাব দিয়ে থাকে। এতে সে প্রতিবাদ করলে অভিযুক্ত বখাটেরা তার সহযোগীদের নিয়ে ওই কিশোরীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। ।
লিখিত অভিযোগে ওই কিশোরীর মা আরো জানান, অভিযুক্ত বখাটেদের কারনে আমার মেয়ে ঠিকমত ঘর হতে বের পারে না এবং মাদ্রাসায় ঠিকমত আসা-যাওয়া করতে পারছে না। আমার মেয়ে জিম্মি অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছে।
ওই, মা আরো জানান,আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই এবং আমার মেয়ের ইজ্জ্বতের নিরাপত্তা শংকার মধ্যে রয়েছি আমরা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.