স্টাফ করেসপন্ডেন্ট:
নোয়াখালীর চাটখিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় চাটখিল উপজেলা শহরের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। তিনি বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পেশাজীবীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মহি উদ্দিন, সোনাইমুড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. আক্তার হোসেন, চাটখিল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন ও মাওলানা রাকিব উদ্দিন।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। এ সময় পেশাজীবীরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং অতিথিরা সেগুলোর উত্তর দেন।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2026 priyonoakhali.com. All rights reserved.