স্টাফ করেসপন্ডেন্ট :
নোয়াখালীর চাটখিলে বসতভিটা দখল করে বাথরুম নির্মান ও ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
শনিবার সন্ধ্যায় উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করা হয়।
পরিবারের কর্তা শামসুল আলমের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী মুন্নি আক্তার।।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শামসুল আলমের পরিবারে তিনি ছাড়া তাদের আর কোন সন্তান নেই। তাই তাদের বাড়ির নবী উল্লাহর পরিবারের নজর পড়ে তাদের সম্পত্তিতে। তারা তাদের বসতভিটা দখল করে বাথরুম নির্মাণ সহ নানারকম দখল কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। এছাড়া সে তার বৃদ্ধ দাদী ও প্রতিবন্ধী সন্তানকে মারধরের অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
শামসুল আলম নিজেকে প্রবাসী বিএনপি নেতা দাবি করে বলেন, ফেইসবুকে প্রতিপক্ষ ফ্যাক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালাচ্ছে। তাকে আওয়ামীলীগ সাজানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
শামসুল আলম এসব বিষয়ে স্থানীয় বিএনপি যুবদলের নেতাদের সুদৃষ্টি কামনা করেন।
সংবাদ সম্মেলনে শামসুল আলমের বৃদ্ধ দাদিও ফুফু তুলে ধরেন তাদের উপর নির্যাতনের কথা।
সংবাদ সম্মেলনে শামসুল আলমের প্রশ্ন তারা বিএনপি করার কারণে আওয়ামী লীগের আমলেও বিভিন্ন অত্যাচারে জর্জরিত ছিল এখনো কি তারা এভাবে অত্যাচারিত হয়ে যাবে অত্যাচারিত হয়ে যাবে?
শিরোনাম:
চাটখিলে জমিন দখল, ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের
Tag :
সর্বাধিক পঠিত