
প্রিয় নোয়াখালী ডেস্ক;
নোয়াখালীতে এক হাজার দুঃস্থ নারীদের মধ্যে গর্ভকালীন হাইজেনিক কিট বিতরণ করলেন নোয়াখালী ১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ.এইচ.এম মঈন উদ্দীন তিতাস।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী এলাকা চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মানবিক উদ্যোগে এক হাজার (১০০০) দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে গর্ভকালীন স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয় সামগ্রী (হাইজেনিক কিট) বিতরণ করেন আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব এ.এইচ.এম মঈন উদ্দীন।
বদলকোট, জয়াগ, চাষীরহাট, বজরা ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত এই কর্মসূচিতে শহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।
মঈন উদ্দীন বলেন,মায়ের স্বাস্থ্য সুরক্ষা মানে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা। সমাজের দরিদ্র ও প্রান্তিক নারীরা যেন সম্মানের সঙ্গে সুস্থ জীবনযাপন করতে পারেন সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং নারীর প্রতি সমাজের দায়িত্ববোধ ও সচেতনতার প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দেওয়ান মোঃ শামীম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শাহজাহান রানা, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা লিটন,বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হীসেন, দুলাল (বলি বাড়ী) ও সাখাতুল্লাহ সাখু (বজরা ইউনিয়ন) প্রমুখ।
অতিথিদের উপস্থিতিতে উষ্ণ, মানবিক ও অনুপ্রেরণামূলক পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।









