Dhaka ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

সিএসএফডি এর লিডারশীপ চ্যালেঞ্জ ফেস্ট ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা -২০২৪ অনুষ্ঠিত 

  • আপডেট: ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • 7

 

প্রিয় নোয়াখালী ডেস্ক:

শনিবার ( ০৯ই নভেম্বর, ২০২৪) চাটখিল স্টুডেন্টস ফোরাম অফ ঢাকা (সিএসএফডি) এর উদ্যোগে রাজধানী ঢাকার তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজন করা হয়েছে “সিএসএফডি লিডারশীপ চ্যালেঞ্জ ফেস্ট সিজন -২ ও মেধাবী ছাত্রছাত্রী সংবর্ধনা -২০২৪।” ঢাকায় অবস্থানরত চাটখিলের প্রায় শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে এই আয়োজনটি পরিণত হয় চাটখিলবাসীর মিলন মেলায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে গেমস, কুইজ, অসমাপ্ত চিত্রাঙ্কণ, রাষ্ট্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা সনাক্তকরন ও সমাধান, মেন্টি কুইজ, মেমোরি টেস্ট, বিজ্ঞাপন তৈরি এবং বিজনেস প্ল্যানিং ও প্রেজেন্টেশন সেশন পরিচালিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনভেয়র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফ্রেট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন এর সভাপতি  কবির আহমেদ মুন্সি, ইয়র্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  সেলিম খান, এডভান্স টেকনোলজি কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ সেলিম এবং অ্যাপারেল কনসাল্টেন্ট  গাজী সালাহ উদ্দিন (হিমেল)। এছাড়া সিএসএফডির প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্যগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও আজীবন সদস্য জনাব রিয়াজুল ইসলাম ভূঁইয়া।

প্রতিযোগিতায় টিম এথেন্স চ্যাম্পিয়ন এবং টিম রোম রানার আপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন “বেস্ট লিডার এওয়ার্ড” লাভ করেন এবং প্রত্যাক টিমের একজন সদস্য “বেস্ট টিম প্লেয়ার এওয়ার্ড লাভ করেন।

এর পর চ্যাম্পিয়ন ও রানারআপ টিমের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং নবীন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সভাপতি এহসানুল হক লিখন বলেন, সিএসএফডির অন্যতম উদ্দেশ্য হচ্ছে সদস্যদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা। এই প্রোগ্রামের মাধ্যমে সেই উদ্দেশ্যগুলোই সফলভাবে বাস্তবায়িত হয়। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালু থাকবে এই আশা ব্যক্ত করে তিনি নতুনদের সিএসএফডিতে যোগদানের আহ্বান জানান।

Tag :

সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার

সিএসএফডি এর লিডারশীপ চ্যালেঞ্জ ফেস্ট ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা -২০২৪ অনুষ্ঠিত 

আপডেট: ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

প্রিয় নোয়াখালী ডেস্ক:

শনিবার ( ০৯ই নভেম্বর, ২০২৪) চাটখিল স্টুডেন্টস ফোরাম অফ ঢাকা (সিএসএফডি) এর উদ্যোগে রাজধানী ঢাকার তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজন করা হয়েছে “সিএসএফডি লিডারশীপ চ্যালেঞ্জ ফেস্ট সিজন -২ ও মেধাবী ছাত্রছাত্রী সংবর্ধনা -২০২৪।” ঢাকায় অবস্থানরত চাটখিলের প্রায় শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে এই আয়োজনটি পরিণত হয় চাটখিলবাসীর মিলন মেলায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে গেমস, কুইজ, অসমাপ্ত চিত্রাঙ্কণ, রাষ্ট্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা সনাক্তকরন ও সমাধান, মেন্টি কুইজ, মেমোরি টেস্ট, বিজ্ঞাপন তৈরি এবং বিজনেস প্ল্যানিং ও প্রেজেন্টেশন সেশন পরিচালিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনভেয়র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফ্রেট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন এর সভাপতি  কবির আহমেদ মুন্সি, ইয়র্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  সেলিম খান, এডভান্স টেকনোলজি কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ সেলিম এবং অ্যাপারেল কনসাল্টেন্ট  গাজী সালাহ উদ্দিন (হিমেল)। এছাড়া সিএসএফডির প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্যগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও আজীবন সদস্য জনাব রিয়াজুল ইসলাম ভূঁইয়া।

প্রতিযোগিতায় টিম এথেন্স চ্যাম্পিয়ন এবং টিম রোম রানার আপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন “বেস্ট লিডার এওয়ার্ড” লাভ করেন এবং প্রত্যাক টিমের একজন সদস্য “বেস্ট টিম প্লেয়ার এওয়ার্ড লাভ করেন।

এর পর চ্যাম্পিয়ন ও রানারআপ টিমের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং নবীন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সভাপতি এহসানুল হক লিখন বলেন, সিএসএফডির অন্যতম উদ্দেশ্য হচ্ছে সদস্যদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা। এই প্রোগ্রামের মাধ্যমে সেই উদ্দেশ্যগুলোই সফলভাবে বাস্তবায়িত হয়। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালু থাকবে এই আশা ব্যক্ত করে তিনি নতুনদের সিএসএফডিতে যোগদানের আহ্বান জানান।