Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি আলোচনা সভা

  • আপডেট: ০২:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • 2

 

রুবেল হোসেন :

চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) প্রথমে উপজেলা চত্বরে র‍্যালি ও পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্র‍্যাক চাটখিল শাখার কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কামরুল কানন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাকের সার্বিক সহযোগিতায়  এই সভায় বক্তব্য রাখেন শাহ আলম, তারেক হোসেন, প্রবাস ফেরত নারী শারমিন আক্তার, ব্র‍্যাকের কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস রুপা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দালালদের মাধ্যমে অবৈধ পথে যারা বিদেশ গমন করে মূলত তারাই প্রতারিত হয়। মানব পাচারের অন্যতম একটি রুট হচ্ছে দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশ গমন। তিনি বৈধ পথে বিদেশ গমনের জন্য ব্রাক যে সহযোগিতা করে তার প্রশংসা করে বলেন, বিদেশ গমন ইচ্ছুকদের ব্র্যাক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরামর্শ ও সেবা গ্রহন করে বিদেশ যাওয়া উচিত। তাহলে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না।
তিনি নিয়ম মেনে বিদেশগমন ও বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ অর্থনীতিতে অবদান রাখতে প্রবাসী ও বিদেশগমন ইচ্ছুকদের আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশ ফেরত ও অভিবাসন প্রত্যাশী স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Tag :

চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি আলোচনা সভা

চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি আলোচনা সভা

আপডেট: ০২:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

 

রুবেল হোসেন :

চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) প্রথমে উপজেলা চত্বরে র‍্যালি ও পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্র‍্যাক চাটখিল শাখার কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কামরুল কানন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাকের সার্বিক সহযোগিতায়  এই সভায় বক্তব্য রাখেন শাহ আলম, তারেক হোসেন, প্রবাস ফেরত নারী শারমিন আক্তার, ব্র‍্যাকের কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস রুপা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দালালদের মাধ্যমে অবৈধ পথে যারা বিদেশ গমন করে মূলত তারাই প্রতারিত হয়। মানব পাচারের অন্যতম একটি রুট হচ্ছে দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশ গমন। তিনি বৈধ পথে বিদেশ গমনের জন্য ব্রাক যে সহযোগিতা করে তার প্রশংসা করে বলেন, বিদেশ গমন ইচ্ছুকদের ব্র্যাক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরামর্শ ও সেবা গ্রহন করে বিদেশ যাওয়া উচিত। তাহলে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না।
তিনি নিয়ম মেনে বিদেশগমন ও বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ অর্থনীতিতে অবদান রাখতে প্রবাসী ও বিদেশগমন ইচ্ছুকদের আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশ ফেরত ও অভিবাসন প্রত্যাশী স্থানীয়রা উপস্থিত ছিলেন।