Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চাটখিলে সমকামী যুবকদের আড্ডায় জনতার হামলা নিহত ০১ আহত ০৪

  • আপডেট: ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • 9

স্টাফ করেসপন্ডেন্ট:
নোয়াখালী চাটখিলে সমকামী যুবকদের আড্ডায় জনতার হামলায় তসলিম মাহমুদ নামে একজন নিহত হয়েছে এবং ইসমাইল, জসিম এবং রাসেল আহমেদ, মাহমুদুর রহমান তুশার নামে আরো ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামলায় আহত ৪ জনের মধ্যে ১ জন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বাকি তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র মতে গত রাতে উপজেলার খিলপাড়া বাজারের একটি কক্ষে কয়েকজন যুবক একত্রিত হয়ে আমোদ ফুর্তি এবং গান-বাজনা করছিল। এ সময় জনতা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায় এতে তসলিম মাহমুদ নামে ১জন হসপিটাল নেওয়ার পথে মারা যায়। আরো চারজন গুরুতর আহত হয়। তসলিম উপজেলার চান মিয়া বেপারী বাড়ির মৃত কালুর সন্তান। তসলিমের বড় ভাই হারুনের দাবি তার ভাই সমকামী ছিল না তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে করা হয়েছে। তিনি মামলা করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এদিকে পলাতক ইসমাইল উপজেলার যাদুগঞ্জ গ্রামের নিন্দার বাড়ির খলিলের ছেলে। স্থানীয়দের দাবি ইসমাইল এবং তসলিমের নেতৃত্বে কয়েকজন যুবক সমোকামিতার মতো জঘন্য অপরাধ করে আসছিল। বারবার নিষেধ করার পরেও তারা কর্ণপাত করেনি। অপরদিকে অভিযুক্ত যুবকদের পরিবারের গুলোর দাবি সন্তানরা সমকামিতায় জড়িত ছিল না।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে সত্যতা নিশ্চিত করে বলেছেন পুলিশি তদন্ত চলছে এবং তিনজনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে, পলাতক ইসমাইলকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

Tag :

সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার

চাটখিলে সমকামী যুবকদের আড্ডায় জনতার হামলা নিহত ০১ আহত ০৪

আপডেট: ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

স্টাফ করেসপন্ডেন্ট:
নোয়াখালী চাটখিলে সমকামী যুবকদের আড্ডায় জনতার হামলায় তসলিম মাহমুদ নামে একজন নিহত হয়েছে এবং ইসমাইল, জসিম এবং রাসেল আহমেদ, মাহমুদুর রহমান তুশার নামে আরো ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামলায় আহত ৪ জনের মধ্যে ১ জন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বাকি তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র মতে গত রাতে উপজেলার খিলপাড়া বাজারের একটি কক্ষে কয়েকজন যুবক একত্রিত হয়ে আমোদ ফুর্তি এবং গান-বাজনা করছিল। এ সময় জনতা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায় এতে তসলিম মাহমুদ নামে ১জন হসপিটাল নেওয়ার পথে মারা যায়। আরো চারজন গুরুতর আহত হয়। তসলিম উপজেলার চান মিয়া বেপারী বাড়ির মৃত কালুর সন্তান। তসলিমের বড় ভাই হারুনের দাবি তার ভাই সমকামী ছিল না তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে করা হয়েছে। তিনি মামলা করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এদিকে পলাতক ইসমাইল উপজেলার যাদুগঞ্জ গ্রামের নিন্দার বাড়ির খলিলের ছেলে। স্থানীয়দের দাবি ইসমাইল এবং তসলিমের নেতৃত্বে কয়েকজন যুবক সমোকামিতার মতো জঘন্য অপরাধ করে আসছিল। বারবার নিষেধ করার পরেও তারা কর্ণপাত করেনি। অপরদিকে অভিযুক্ত যুবকদের পরিবারের গুলোর দাবি সন্তানরা সমকামিতায় জড়িত ছিল না।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে সত্যতা নিশ্চিত করে বলেছেন পুলিশি তদন্ত চলছে এবং তিনজনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে, পলাতক ইসমাইলকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।