
প্রিয় নোয়াখালী ডেস্ক:
চাটখিল উপজেলার কারা নির্যাতিত দুই যুবদল নেতা রহমান মধু ও মোঃ শামীমের পিতা মোহাম্মদ উল্লাহ (সাব মিয়া) আজ শনিবার সকালে তাদের নিজ বাড়ি উপজেলা শ্রীপুর গ্রামে ইন্তেকাল করেছেন।
বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে লক্ষ্মীপুর জেলার একটি সাজানো মামলায় সাজানো রায়ে মধু ও শামীমকে ফাঁসির আদেশ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে তারা দুজনেই কারাগারে রয়েছেন।
যুবদলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকা সাব মিয়া তার দুই সন্তানের মিথ্যা মামলায় সাজা সহ বিগত সরকারের আমলে তাদের পরিবারের সাথে নানা রকম নিপীড়নে অসুস্থ হয়ে পড়েন এবং শনিবার সকালে মারা যান।
তারা দাবি করেন শুধুমাত্র বিএনপি-র রাজনীতির সাথে যুক্ত হওয়ার কারনে মধু ও শামীমের উপর এমন বর্বরতা ছিল ফ্যাসিবাদ সরকারের। তছনছ করে দেওয়া হয় তাদের পুরো পরিবারকে।
বিএনপি ও তারসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে মধু ও শামীমের মুক্তিদান এবং তাদের বিরুদ্ধে স্থানীয় ষড়যন্ত্রকারীদের বিচার দাবী করেছেন।
সাব মিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শোক জানিয়েছেন।