Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন চাটখিলের মেধাবী সন্তান সাংবাদিক রায়হান

  • আপডেট: ১০:০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 8

স্টাফ করেসপন্ডেন্ট ;

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক রায়হান আহমদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পুরষ্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

রায়হান আহমেদ চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বরকন্দাজ বাড়ির মোহাম্মদ নুরন্নবীর সন্তান।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে করা জাগো নিউজে প্রকাশিত “টাকা গেছে বহু হাতে, ফেরত দিচ্ছে না কেউ” https://www.jagonews24.com/m/national/news/956207 প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া চলতি বছর জাগো রায়হান আহমেদ অভিবাসন খাতে অবদান রাখায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন। ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে কাজ করে তিনি সিপিআরডি-ক্লাইমেট ওয়াচ ফেলোশিপ-২০২৫ লাভ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার, সমকাল পত্রিকার সম্পাদক শাহেদ মো: আলী, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির, ব্র্যাকের সহযোগী পরিচালক, মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম এর শরিফুল হাসান সহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর দশমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।

উল্লেখ্য রায়হান আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ক্যাম্পাসে থাকাকালীন তিনি সাংবাদিকতায় যোগ দেন। তিনি রেডিও ট্যুডে ৮৯.৬এফএম সহ বিভিন্ন অনলাইনে তিনি কাজ করেছেন৷ ২০২৩ সালে তিনি জাগোনিউজ২৪.কম-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। তিনি অভিবাসন ও পরিবেশ বিটে কাজ করেন। এছাড়া ইসলামী দল গুলো নিয়ে কাজ করেন তিনি।

Tag :

২৫ ডিসেম্বর আবিরপাড়া স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন চাটখিলের মেধাবী সন্তান সাংবাদিক রায়হান

আপডেট: ১০:০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

স্টাফ করেসপন্ডেন্ট ;

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক রায়হান আহমদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পুরষ্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

রায়হান আহমেদ চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বরকন্দাজ বাড়ির মোহাম্মদ নুরন্নবীর সন্তান।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে করা জাগো নিউজে প্রকাশিত “টাকা গেছে বহু হাতে, ফেরত দিচ্ছে না কেউ” https://www.jagonews24.com/m/national/news/956207 প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া চলতি বছর জাগো রায়হান আহমেদ অভিবাসন খাতে অবদান রাখায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন। ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে কাজ করে তিনি সিপিআরডি-ক্লাইমেট ওয়াচ ফেলোশিপ-২০২৫ লাভ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার, সমকাল পত্রিকার সম্পাদক শাহেদ মো: আলী, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির, ব্র্যাকের সহযোগী পরিচালক, মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম এর শরিফুল হাসান সহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর দশমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।

উল্লেখ্য রায়হান আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ক্যাম্পাসে থাকাকালীন তিনি সাংবাদিকতায় যোগ দেন। তিনি রেডিও ট্যুডে ৮৯.৬এফএম সহ বিভিন্ন অনলাইনে তিনি কাজ করেছেন৷ ২০২৩ সালে তিনি জাগোনিউজ২৪.কম-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। তিনি অভিবাসন ও পরিবেশ বিটে কাজ করেন। এছাড়া ইসলামী দল গুলো নিয়ে কাজ করেন তিনি।