নোয়াখালীর চাটখিলে ঢাকা তিতুমীর কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাউসার হামিদ তুহিনকে কম্বল বিতরণে বাধা ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শনিবার বিকেলে চাটখিল পৌরসভা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাওসার হামিদ তুহিন বলেন, উপজেলার রামনারায়নপুরে ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে তার বাড়ি। শুধুমাত্র ছাত্রদলের নেতা হওয়ায় তিনি গত ৯ বছর থেকে তার গ্রামের বাড়িতে আসতে পারছেন না সন্ত্রাসীদের ভয়ে। শনিবার তিনি তার বাবা সাবেক জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই তে কর্মরত ওবায়দুল হকের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের জন্য ও দুস্থদের কম্বল বিতরণ করতে এলাকায় রওনা দেন। এদিকে তার সাথে দেখা করতে স্থানীয় যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা তার বাড়িতে অবস্থান নিলে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী চান মিয়া ও রাজুর নেতৃত্বে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে যুবদল নেতা জহির উদ্দিন বাবর, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হোসেন, ছাত্রদল নেতা পারভেজ সহ ১০ জন আহত হয়।
তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌরসভা ছাত্রদল নেতা রিগ্যান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।