কামরুল কাননঃ
চাটখিল উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার অধিকাংশ এলাকা নিয়ে গঠিত নোয়াখালী ১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ ফারুক।
তিনি রোববার বিকেলে তার নোয়াখালীর চাটখিল উপজেলার হাটিরপাড়া গ্রামের বাসভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এ সময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা দম্পতি এই আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডঃ মোহাম্মদ ফারুক বলেন,তিনি মহান মুক্তিযুদ্ধে জেলায় মুজিব বাহিনী প্রধান মাহমুদুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্কুল বয়সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং মনোনয়ন বোর্ডের প্রধান শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে যদি মনোনয়ন প্রদান করেন তাহলে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ করব।
তিনি আরো বলেন, তাকে মনোনয়ন না দেওয়া হলেও তিনি নৌকাকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।