
কামরুল কাননঃ
নোয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোঃ ফারুকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে
বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী আলীয়া মাদ্রাসায়
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডঃ মোহাম্মদ ফারুক বলেন এই আসন থেকে যিনি আওয়ামী লীগের মনোনয়ন কথা নৌকা মার্কা পাবেন তার পক্ষে কাজ করবেন তিনি। ফারুক আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। যেভাবেই হোক আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আফম বাবুর সঞ্চালনায় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন,
জেলা পরিষদের সদস্য ভিপি বাহার,মিজানুর রহমান বাবুল,আবু বকর সিদ্দিক দুলাল, খলিলুর রহমান, জসিম উদ্দিন প্রমূখ।