স্টাফ করেসপন্ডেন্টঃ
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর কবীর এবং চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া কে সংবর্ধণা দিয়েছে চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
চাটখিলস্থ নোয়াখালী জেলা পরিষদ অডিটোরিয়ামে মংলবার বিকেলে অনুষ্ঠিত এই সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা মুজিব বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা মাহামুদুর রহমান বেলায়েত।
বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর মোহাম্মদ ফারুক, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আক্তার মেরী প্রমুখ।
এছাড়া জেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন।
আছাড়া একই মঞ্চে এর আগে অনুষ্ঠিত হয় স্মার্ট সিটিজেন তৈরিতে প্রাথমিক শিক্ষার ভুমিকা। শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত।
এই এই কর্মশালায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রাথমিক বিদ্যালয় হিসাবে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সভাপতি হিসেবে ভি পি বজলুর রহমান লিটন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিলাত হোসেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার,শ্রেষ্ঠ
কাপ শিক্ষক আ ফ ম নুরুল হুদা ফয়সাল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সুমন চন্দ্র বৈদ্য এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নুসরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়।