Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

শেষ কর্ম দিবসে প্রথমাকে ইউএনওর উপহার এবং বার্তা

  • আপডেট: ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • 11

 

প্রিয় নোয়াখালী ডেস্কঃ

শেষ কর্ম দিবসে সোমবার নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রথম জন্ম নেয়া নবজাতক প্রথমাকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা আর উপহার সামগ্রি প্রদান করেছেন।

প্রথমা হচ্ছে ৩০ বছর আগে প্রতিষ্ঠিত চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জন্ম নেওয়া প্রথম শিশু।
যার কারণে তার নাম দেয়া হয় প্রথমা এবং এই নামটি রাখেন ইউ এন ও ইমরানুল হক ভূঁইয়া নিজেই।

এই সময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেন প্রমূখ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ৩০ বছর আগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলেও মানুষের অনাগ্রহের কারণে এই কেন্দ্রে কোন নবজাতকের জন্ম হয়নি। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহারের ঐকান্তিক প্রচেষ্টায় কেন্দ্রটিতে প্রথমবারের মতো সফলভাবে প্রথমার জন্ম হয়।
বাড়িতে অদক্ষ ধাত্রী ও পরিবার কল্যাণ কেন্দ্রে মিডওয়াইফ করানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সদ্য বিদায়ী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া।

প্রসঙ্গত যে, তিনি বদলিজনিত কারণে প্রায় দেড় বছর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব শেষে কাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একি পদে দায়িত্বভার গ্রহণ করবেন।

ইমরানুল হক ভূঁইয়ার বিদায়ের সংবাদ আসার পর থেকে চাটখিল উপজেলায় সামাজিক ও তার রাষ্ট্রীয় কাজে তার সফলতার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিতে দেখা যাচ্ছে।

তিনিও বলছেন, তার কর্মজীবনে চাটখিল উপজেলার এই স্মৃতি আজীবন তার এবং তার পরিবারের কাছে উজ্জ্বল হয়ে থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে এলডিপি কর্মীর বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর–লুটপাট

শেষ কর্ম দিবসে প্রথমাকে ইউএনওর উপহার এবং বার্তা

আপডেট: ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

প্রিয় নোয়াখালী ডেস্কঃ

শেষ কর্ম দিবসে সোমবার নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রথম জন্ম নেয়া নবজাতক প্রথমাকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা আর উপহার সামগ্রি প্রদান করেছেন।

প্রথমা হচ্ছে ৩০ বছর আগে প্রতিষ্ঠিত চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জন্ম নেওয়া প্রথম শিশু।
যার কারণে তার নাম দেয়া হয় প্রথমা এবং এই নামটি রাখেন ইউ এন ও ইমরানুল হক ভূঁইয়া নিজেই।

এই সময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেন প্রমূখ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ৩০ বছর আগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলেও মানুষের অনাগ্রহের কারণে এই কেন্দ্রে কোন নবজাতকের জন্ম হয়নি। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহারের ঐকান্তিক প্রচেষ্টায় কেন্দ্রটিতে প্রথমবারের মতো সফলভাবে প্রথমার জন্ম হয়।
বাড়িতে অদক্ষ ধাত্রী ও পরিবার কল্যাণ কেন্দ্রে মিডওয়াইফ করানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সদ্য বিদায়ী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া।

প্রসঙ্গত যে, তিনি বদলিজনিত কারণে প্রায় দেড় বছর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব শেষে কাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একি পদে দায়িত্বভার গ্রহণ করবেন।

ইমরানুল হক ভূঁইয়ার বিদায়ের সংবাদ আসার পর থেকে চাটখিল উপজেলায় সামাজিক ও তার রাষ্ট্রীয় কাজে তার সফলতার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিতে দেখা যাচ্ছে।

তিনিও বলছেন, তার কর্মজীবনে চাটখিল উপজেলার এই স্মৃতি আজীবন তার এবং তার পরিবারের কাছে উজ্জ্বল হয়ে থাকবে।