Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চাটখিলে অবৈধ সন্তান জন্ম দেওয়ায় যুবদল নেতা ও এক নারীকে লাঞ্চিত করে গ্রাম ছাড়া

  • আপডেট: ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • 2

 

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় যুবদল নেতা ও এক নারীকে জুতার মালা পরিয়ে লাঞ্চিত করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার উত্তর রামনারায়নপুর গ্রামে।
স্থানীয়দের থেকে জানা যায়, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল তানভীর এর সাথে তাদের একই বাড়ির রোজিনা আক্তারের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে গত কাল (৮ সেপ্টেম্বর ২০২২ ইং)চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তানের জন্ম দেয় রোজিনা আক্তার। আজ সে নবজাতক কন্যা সন্তানকে নিয়ে সোহেল তানভীর ও রোজিনা আক্তার তাদের গ্রামে আসলে স্থানীয় মুসলিম কমিউনিটির মানুষ তাদেরকে লাঞ্চিত করে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম পদক্ষিণ করে গ্রাম থেকে বের করে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় মুসলিম কমিউনিটির লোকজন সোহেল তানভীর ও রোজিনা আক্তারের ইসলামবিরোধী এই কর্মকান্ড কোনরকমই সমর্থন করছে না। চেয়ারম্যান আরো জানান, স্থানীয় মুসলিমরা আলটিমেটাম দিয়েছে সোহেল তানভীর ও রোজিনা আক্তার গ্রামে প্রবেশ করায় করলে তাদের গর্দান কেটে ফেলার।

রামনারায়নপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান সাংবাদিকদের বলেছেন, এরা যা করেছে তা ভয়াবহ পাপ। ইসলাম এটা কখনো সমর্থন করে না।আর এদেরকে সুযোগ দেওয়া হলে সমাজ ব্যাবিচারে ভরে যাবে । তাই গ্রামের সবার সিদ্ধান্ত মোতাবেক এদেরকে আর এই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।
এ ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুইয়া জানান,ঘটনাটির পর রামনারায়নপুরের মুসলিম কমিউনিটির লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তিনি আশঙ্কা করছেন সোহেল তানভীর ও রোজিনা বেগম ওই এলাকায় প্রবেশ করলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই সরকার চাচ্ছে তারা যেন এলাকার প্রবেশ না করে।
প্রসঙ্গত যে, এর আগেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সাত মাসের অন্তঃসত্ত্বা রোজিনা আক্তারের পেটে লাথি দিয়ে গুরুতর আহত করা হয়। পরে রোজিনা আক্তারের পেটেই শিশুটির মৃত্যু হয়। সেই ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি আলোচনা সভা

চাটখিলে অবৈধ সন্তান জন্ম দেওয়ায় যুবদল নেতা ও এক নারীকে লাঞ্চিত করে গ্রাম ছাড়া

আপডেট: ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

 

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় যুবদল নেতা ও এক নারীকে জুতার মালা পরিয়ে লাঞ্চিত করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার উত্তর রামনারায়নপুর গ্রামে।
স্থানীয়দের থেকে জানা যায়, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল তানভীর এর সাথে তাদের একই বাড়ির রোজিনা আক্তারের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে গত কাল (৮ সেপ্টেম্বর ২০২২ ইং)চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তানের জন্ম দেয় রোজিনা আক্তার। আজ সে নবজাতক কন্যা সন্তানকে নিয়ে সোহেল তানভীর ও রোজিনা আক্তার তাদের গ্রামে আসলে স্থানীয় মুসলিম কমিউনিটির মানুষ তাদেরকে লাঞ্চিত করে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম পদক্ষিণ করে গ্রাম থেকে বের করে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় মুসলিম কমিউনিটির লোকজন সোহেল তানভীর ও রোজিনা আক্তারের ইসলামবিরোধী এই কর্মকান্ড কোনরকমই সমর্থন করছে না। চেয়ারম্যান আরো জানান, স্থানীয় মুসলিমরা আলটিমেটাম দিয়েছে সোহেল তানভীর ও রোজিনা আক্তার গ্রামে প্রবেশ করায় করলে তাদের গর্দান কেটে ফেলার।

রামনারায়নপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান সাংবাদিকদের বলেছেন, এরা যা করেছে তা ভয়াবহ পাপ। ইসলাম এটা কখনো সমর্থন করে না।আর এদেরকে সুযোগ দেওয়া হলে সমাজ ব্যাবিচারে ভরে যাবে । তাই গ্রামের সবার সিদ্ধান্ত মোতাবেক এদেরকে আর এই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।
এ ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুইয়া জানান,ঘটনাটির পর রামনারায়নপুরের মুসলিম কমিউনিটির লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তিনি আশঙ্কা করছেন সোহেল তানভীর ও রোজিনা বেগম ওই এলাকায় প্রবেশ করলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই সরকার চাচ্ছে তারা যেন এলাকার প্রবেশ না করে।
প্রসঙ্গত যে, এর আগেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সাত মাসের অন্তঃসত্ত্বা রোজিনা আক্তারের পেটে লাথি দিয়ে গুরুতর আহত করা হয়। পরে রোজিনা আক্তারের পেটেই শিশুটির মৃত্যু হয়। সেই ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।