
স্টাফ করেস্পন্ডেন্টঃ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে টকশোতে ক্রসফায়ার নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেছেন নোয়াখলা ১ আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। শনিবার দুপুরে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তত্যবে এই অভিযোগ করেন। তিনি বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন একটি টিভি টক শোতে চাটখিল সোনাইমুড়ীতে তার দলের ২২ জন নেতা কর্মীকে ক্রসফায়ারে হত্যা করেছে বলে দাবি করেন। এই বক্তব্যকে এইচ এম ইব্রাহিম সম্পুন মিথ্যা দাবী করে বলেন, এই মিথ্যা তথ্যের প্রতিবাদ জানিয়ে আমি আমার দলের সাংগঠনিক সম্পাদককে চিঠি দিয়েছি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন,প্রধান মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,জেলা আ,লীগের আহবায়ক কমিটির সদস্য ও অরচাড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক।
সম্মেলন উদ্ভোধন করেন উপজেলা আ,লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।









