স্টাফ করেসপন্ডেন্ট :
নোয়াখালীর চাটখিলের নোয়াখোলা ইউনিয়নের উত্তর সাধুরখিল ( হাটিরপাড়া) গ্রামের বহুল আলোচিত জেলে বাড়ির মামলায় নিজেদের পক্ষে আদালতের রায় পেয়েও স্বস্তিতে নেই বলে দাবি করেছেন মামলার বিবাদী জাফর উল্লাহ।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ১৯৯৪ সালে ভুবন মোহন মালা দাস তাদের সম্পত্তি থেকে ১৩২ ডিসিম নিজেদের দাবি করে আদালতে মামলা করে। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে নোয়াখালী সাব জজ আদালত জাফর উল্লাহদের পক্ষে রায় দেন।
আদালতের মাধ্যমে নিজেদের পক্ষে রায় পাওয়ার পরেও প্রতিপক্ষ নানাভাবে জাফর উল্লাহদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে দাবী করেন তিনি।
তিনি আরো জানান, প্রতিপক্ষ আগুন দিয়ে তার সীমানা বেড়া জ্বালিয়ে দেওয়া, বর্জ্য পেলে মাছের খামারের ক্ষতি সাধন করা, অশ্লীল গালিগালাজ করা সহ নানা রকম অত্যাচার করে যাচ্ছে প্রতিনিয়ত।
তিনি এর পেছনে চাটখিল উপজেলা আওয়ামী লীগের এক নেতার স্পষ্ট ইন্দন রয়েছে বলেও দাবি করেন।
জাফর উল্লাহ এসব ঘটনায় বিচার বিভাগ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।